We help and organize the Bangladeshi community in NYC

 

For over a decade now Human support corporation has been an integral part of the lives of Bangladeshi immigrants to NYC. We have been involved in their lives in a number of ways including helping them with job training, legal aid and counsel and integrating them into American society. In addition to this we host a number of cultural events such as fairs and melas with celebrities, guest speakers and politicians to both empower and to entertain the Bengali community of NYC.

All photography taken by staff of HSC

 
 

About

Find out about our organization, mission, our methods, and the results of our decade of work

Learn More →

15873294_820787298063845_8759225974488912861_n.jpg

Events

Find out about the events we've already succesfully hosted in the past and how you can get involved

Find Out How →

নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবায় এগিয়ে এসেছে নিউইয়র্কভিত্তিক মানবিক সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশন। এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ‘ইমিগ্রান্টদের নানাবিধ সুযোগ-সুবিধা…

নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবায় এগিয়ে এসেছে নিউইয়র্কভিত্তিক মানবিক সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশন। এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এতে ‘ইমিগ্রান্টদের নানাবিধ সুযোগ-সুবিধা’ শীর্ষক এক সেমিনারে সংস্থাটির প্রধান সোলায়মান আলী প্রবাসে একজন ইমিগ্রান্টের কী কী সুবিধা প্রাপ্য এবং কিভাবে তা সহজেই পেতে পারেন সে বিষয়ে নানা তথ্য তুলে ধরেন। 

সেমিনারে হিউম্যান সাপোর্ট করপোরেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান আলী জানান, নতুন ইগ্রিান্টদের অনেক সুবিধা রয়েছে। অথচ আমরা তা অনেকেই জানি না। তিনি উল্লেখ করেন, নতুন ইমিগ্রান্টদের অপেক্ষাকৃত কম মূল্যে বাসা ভাড়া, নামমাত্র মূল্যে ২০-২৫ হাজার ডলার ব্যয়ে এক বেডরুমের বাসা ক্রয়ের সুযোগ, সিটি তথা ফেডারেল গর্ভনমেন্টের ৭০ শতাংশ বা তারও অধিক বাসা ভাড়ার সুযোগ নিয়ে মাত্র ৩০ শতাংশ বাসা ভাড়া সরকার থেকে গ্রহণ, আয় অনুপাতে বাসা ভাড়া প্রদানের সুযোগ রয়েছে। 

তিনি আরো জানান, নন-প্রফিট অর্গানাইজেশন তথা সেবামূলক সংস্থাগুলোকে ট্যাক্স মওকুফ স্ট্যাটাস করা, সরকারি বা ইলেক্টেড অফিসারদের বা সিটি এজেন্সি থেকে অনুদান সংগ্রহ করে সেবামূলক কাজের পরিধি বৃদ্ধি করা, সেবামূলক প্রতিষ্ঠান গঠন ও ফান্ড সংগ্রহ, বিনামূল্যে আইনি সহায়তার জন্য ফ্রি লিগ্যাল এইড সার্ভিস-এর শরণাপন্ন হওয়া, অপেক্ষাকৃত কম আয়ের বাবা-মায়ের সন্তানদের সিটির বিভিন্ন প্রাইভেট স্কুলে ভর্তির সুযোগ রয়েছে। আর এসব নিয়ে কাজ করছে হিউম্যান সাপোর্ট করপোরেশন।

সোলায়মান আলী জানান, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে শিক্ষানুরাগীরা (বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা) ইবি-১, ২ ও ৩ এমপ্লয়মেন্ট ভিসা, স্কিলড ওয়ার্কার ভিসা এবং জাতীয় স্বার্থে ইমিগ্রান্ট হবার সুযোগ গ্রহণ করতে পারেন। এছাড়াও উচ্চ শিক্ষার্থীরা পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে আসতে বা গবেষণা কার্যে অংশগ্রহণ করার মাধ্যমে গ্রিনকার্ড পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন। 

এতে পাঁচ থেকে ছয় হাজার ডলার-এর বিনিময়ে অভিজ্ঞ অ্যাটর্নির সহায়তায় এবং পরামর্শে বিভিন্ন প্রকার ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ পেতে পারেন।

হিউম্যান সপোর্ট করপোরেশন আয়োজিত সেমিনারে মূল বক্তা ছিলেন সংস্থার উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর। এছাড়া আরো আলোচক ছিলেন ড. মো. জাকিরুল আলম ভূঁইয়া। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন প্রবাসী জীবনের অভিজ্ঞতার আলোকে প্রবাসীদের সুযোগ-সুবিধার কথা সেমিনারে তুলে ধরেন। 

অন্যান্যদের মধ্যে সেমিনারে অংশ নেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, সনাতনি সেবা সংঘের সভাপতি জীবন মণ্ডল, হিউম্যান সাপোর্ট করপোরেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য বুলবুল ইসলাম, জাহানারা আলি, মুনমুন সেন, রিনা আবেদিন, জেবিবি এর সাহিত্য সংস্কৃতি সম্পাদক মো. হাসান জিলানী, সামসুন্নাহার, মো. আবুল কালাম আজাদ, মো. আনোয়ার হোসেন, নাছিম শফিকুজ্জামান, মোরশেদুল ইসলাম, ফারজানা সুলতানা, জুনান নাশিদ সানি প্রমুখ। ইত্তেফাক/কেকে

মানবাধিকার সংস্থা " হিউমান সাপোর্ট কর্পোরেশন" উদ্যোগে আজ মঙ্গলবার ১৮ই অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৯ পর্যন্ত ব্রনক্সে ক্যাসেলহিল বাংলাবাজার তথা ২১৪৬ স্টার্লিং এভিনিউ রসনা চাইনিজ & কাবাব রেস্টুরেন্টে বিনামূল্যে ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি সকলের সত…

মানবাধিকার সংস্থা " হিউমান সাপোর্ট কর্পোরেশন" উদ্যোগে আজ মঙ্গলবার ১৮ই অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৯ পর্যন্ত ব্রনক্সে ক্যাসেলহিল বাংলাবাজার তথা ২১৪৬ স্টার্লিং এভিনিউ রসনা চাইনিজ & কাবাব রেস্টুরেন্টে বিনামূল্যে ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি সকলের সতস্ফুত অংশগ্রহনের সফলভাবে সম্পন্ন হয় ।এটি ছিল দ্বিতীয় ফ্রি টিকাদান কর্মসূচী । নতুন মাত্রায় সেবামূলক কর্মকান্ডকে উৎসাহদানের লক্ষ্যে এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ।উল্লেখ্য যে, প্রথম ফ্রি টিকাদান কর্মসূচী গত ২৫শে সেপ্টেম্বর সংগঠনের কার্যালয়ে ৩৭-২২, ৭৩স্ট্রিট সুইট ২জি. জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২ অনুষ্ঠিত হয় ।মান্নান সুপার মার্কেটের সত্ত্বাধিকারী মান্নান সাহেব কে টিকা দানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। প্রায় অর্ধশতাধিক লোক বিনা মূল্যে টিকা দানের সুযোগ গ্রহণ করেন প্রথম কর্মসূচীতে।প্রথম কর্মসূচীর ব্যাপক সাড়া উপলব্ধি করে তাই ব্রনক্সে ক্যাসেলহিল বাংলাবাজার এলাকায় দ্বিতীয় ফ্রি টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।ব্রনক্সে ও ব্যাপক সাড়া মেলে । মানুন টিউটোরিয়াল এর সত্ত্বাধিকারী শেখ আল মামুন কে টিকা দানের মাধ্যমে দ্বিতীয় ফ্রি টিকাদান কর্মসূচীর সংগঠনের সভাপতি ।
টিকাদান কর্মসূচির আয়োজক মানবাধিকার উন্নয়ন সংস্তা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মো: সোলায়মান আলী জানিয়েছেন, কঠিন বাস্তবতমায় এই যান্ত্রিক প্রবাসের সমস্যাবহুল জীবন নানাবিধ প্রয়োজনীয় সমস্যার সমাধান কল্পে প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা বাধাবিপত্তি দায়দায়িত্ব ও অধিকার শীর্ষক বিভিন্ন সেমিনার, মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ ছাড়াও নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার লক্ষেএ এই সংগঠনটি কাজ করছে ।
টিকাদান কর্মসূচীর আয়োজক প্রবাসের বিশিষ্ট রিয়েলস্টেট ব্যাবসায়ী ও মাল্টিসার্ভিস প্রোভাইডার মূলধারার রাজনৈতিক সংগঠক, মানবাধিকার উন্নয়ন সংস্তা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামলীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন দলমত নির্বিশেষে সকলকে স্বপবিারে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তারা বলেন, মানুষ মানুষের জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। নির্যাতিত নিপিড়ীত বঞ্চিত অসহায় সম্বলহীন অসহায় দেশী ও প্রবাসীদের কল্যাণে দলমত নিবির্শেষে নিজ নিজ দায়বদ্ধতা থেকে মাবাধিকার উন্নয়ন মুলক সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশন সাথে একাত্বতা প্রদর্শণ করে আসুন আমরা দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ মন্ত্রে উজ্জিবীত হয়ে সেবামূলক এই মহতি কর্মকান্ডে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানাই ।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ৩৭-২২, ৭৩স্ট্রিট সুইট ২জি. জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন: ৩৪৭-২৩৬-২৭৩৭, ৯১৭-৪৯৫-৩৯৯৯, ৮৫৬-২৬১-৭৪৮০।
Thanks all for your cooperation and make a successful Free flu shot event or No Cost Flu Vaccine Voucher Program hosted by " Human Support Corp".
You are cordially grateful and appreciated electronic and print media and our participants for their efforts.Special thanks for Duane Reade manager Mr. Nick who was with us from the very begging to end for this vaccination program.Today on 18th Oct. Tuesday at 5.00PM To 9PM this program was successfully done at " Roshona Chinese & kabab Restaurant" (2146 Starling Ave, Bronx, NY, 10462)